বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালীগঞ্জে বিজয় র‍্যালি অনুষ্ঠিত..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****
বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালীগঞ্জে বিজয় র‍্যালি অনুষ্ঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
 
বৈরী আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিজয় উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী অনেকেই ছাতা হাতে অথবা বৃষ্টিতে ভিজে শামিল হন, যা তাদের আন্দোলনের প্রতি অঙ্গীকার ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
 
বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা একেএম ফজলুল হক মিলন।
 
এছাড়াও র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খায়রুল হাসান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব মোঃ ইব্রাহিম প্রধান, বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপন, ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফর রহমান।
 
এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা এবং উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
 
র‍্যালিতে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।
 
আয়োজকরা জানান, এক যুগ আগের ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে জনসম্পৃক্ততা ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো শহর যেনো আন্দোলনের ঢেউয়ে উত্তাল হয়ে ওঠে।
মোঃ ওমর আলী মোল্যা 
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ- গাজীপুর।



 
کوئی تبصرہ نہیں ملا