বোচাগঞ্জে পরিকল্পিতভাবে প্রবীণ সিনিয়র সাংবাদিক কে হত্যার চেষ্টা..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বোচাগঞ্জে ওয়ারেন্টভুক্ত ১৩ আসামির পক্ষপাতী হয়ে প্রবীণ সিনিয়র সাংবাদিকের উপর হত্যাচেষ্টা চালানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ৮ জুন ২০২৫ ইংরেজি, আনুমানিক বিকেল ৫টা ৩০ মিনিটে কলেজ রোড রেল ঘন্টি এলাকার মোজাম্মেলের চায়ের দোকান ও সাগরের চায়ের দোকানের সামনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নাম না জানা ২০-২৫ জন দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে সাংবাদিক আব্দুল মজিদ খান-কে টার্গেট করে হামলা চালায়। স্থানীয় কয়েকজন সৎ মানুষ এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং গুরুতর আহত অবস্থায় বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

রোগীর আঘাতপ্রাপ্ত ক্ষতস্থান মোবাইলে ধারণ না করে সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তেমন কোনো উন্নত চিকিৎসা না দিয়ে কেবল বেশকিছু ওষুধ ও স্লিপ প্রদান করেন এবং মন গড়ার সার্টিফিকেট বোচাগঞ্জ থানার তদন্তকারী অফিসার এসআই লিখন কুমার দাস এর হাতে ধরিয়ে দেন। রাত একটার দিকে নার্সের দ্বারায় ইনজেকশন ও ওষুধ গ্রহণের পর কিছুটা সুস্থ হলে পরদিন তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে যান।

 

সাংবাদিক আব্দুল মজিদ খান অভিযোগ করেন, তার তিন কন্যা সন্তানকে মা বেঁচে থাকতে এতিম বানানো হয়েছে। উন্যতম আসামি আশা আক্তারসহ আরও ১২ জনের বিরুদ্ধে একাধিক মামলার পরও আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করছে না পুলিশ।

 

মামলার আসামিদের তালিকা (মোট ১৩ জন)

 

১) মোঃ রুবেল খান (৩৩), পিতা আঃ মজিদ

২) মোঃ সোহেল খান (৩১), পিতা আঃ মজিদ

৩) মোছাঃ ইভা বেগম (২৮), স্বামী রুবেল খান

৪) মোছাঃ লাবনী বেগম (২৫), স্বামী সোহেল খান

৫) মোছাঃ সুখজান বেগম (৪৫), স্বামী মফিজুল ইসলাম

৬) মোছাঃ আশা আক্তার

৭) মোছাঃ লিপি আক্তার (৪৫), স্বামী লাইছুর রহমান

৮) মোছাঃ রাশিদা আক্তার (২৮), স্বামী দেলোয়ার হোসেন

৯) মোঃ নয়ন মিয়া (২৩), পিতা লাইছুর রহমান

১০) মোঃ দেলোয়ার হোসেন (৩৭), শ্বশুর লাইছুর রহমান

১১) মোঃ লাইছুর রহমান, পিতা মৃত মুফির উদ্দিন

১২) মোঃ রাসেল (২২), পিতা আঃ মজিদ

১৩) মোছাঃ আলো আর্জিনা বেগম (১৯), পিতা মোঃ আলম

 

দায়েরকৃত মামলাসমূহ

 

১/ সিআর নং ১৫১/২৪ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

২/ সিআর নং ১৮৪/২৪ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

৩/ নির্বাহী কোর্ট মামলা নং পি-৩৯৬/২৪ ৫ জন আসামির বিরুদ্ধে ওরেন্টের অপেক্ষায়

 

৪/ বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩

দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং ১২৯/২৩ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

৫/ সিআর নং ৯০১/২৪ পাঁচ জনের মধ্যে দুইজন জামিনে এবং তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

৬/ সিআর নং ২৫৪/২৪ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

৭/ সিআর নং ২৪৩/২৪ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

৮/ নির্বাহী কোর্ট মামলা নং এমআর-১/২৫ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারী

 

৯/ সিআর নং ৬৯/২৫ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 

১০/ সিআর নং ১৪৭/২৫ ৮ জনের বিরুদ্ধে সমনের অপেক্ষায়

 

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস মহোদয় , স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, প্রধান পুলিশ পরিদর্শক ঢাকা মহোদয় , রংপুর বিভাগীয় রেঞ্জ ডিআইজি মহোদয়, দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, সেনা কমান্ডার কেম-২৮ মহোদয় , নিমতলা প্রেসক্লাব দিনাজপুর , সাংবাদিক ইউনিয়ন রেজিঃ নং ২৯৩৬ দিনাজপুর ৫২০০ এ দুই দুইবার করে সংবাদ সম্মেলন করে , বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ওসি বোচাগঞ্জ থানাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে সরাসরি এবং ডাকযোগে অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আসামি গ্রেফতারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং ভুক্তভোগীকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে—“আজ ধরবো, কাল ধরবো।”

 

এ অবস্থায় সাংবাদিক আব্দুল মজিদ খান বলেন—

“১৩ আসামিকে গ্রেফতারে পুলিশের ব্যর্থতা অত্যন্ত রহস্যজনক। এর পেছনে কারো প্রভাব বা পক্ষপাত কাজ করছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।”

 

সচেতন মহলসহ স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—

“পুলিশ আসলে কেন আসামিদের গ্রেফতার করছে না?”

 

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আঃ মজিদ খান পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্ত ও অবিলম্বে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

 

Nenhum comentário encontrado