close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বোচাগঞ্জে এ্যাসিল্যান্ড ও উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা সম্পন্ন ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের বোচাগঞ্জে ৬আগস্ট বুধবার সম্মানিত উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) সাইফুল হুদা ও উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ, সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেসকো মোঃ রুহুল আমিনসহ সকল সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Không có bình luận nào được tìm thấy