খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে ৬আগস্ট বুধবার সম্মানিত উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) সাইফুল হুদা ও উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরকে বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ, সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেসকো মোঃ রুহুল আমিনসহ সকল সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।