খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল — "দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"।
র্যালির অগ্রভাগে ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজালু আনাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারী মাহাবুব আলম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সানাউল্লাহ ও সেক্রেটারী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলামসহ দলের সিনিয়র নেতারা।
র্যালিতে যুব সমাজের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্তকরা হয়।