close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে সাবেক স্বামীর বিরুদ্ধে নারী শ্রমিককে হত্যার অভিযোগ..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মুহাম্মদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ি থেকে তুলে নিয়ে এক নারী পাটকল শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

নিহত ময়না বেগম (৩৫) বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মাঝিকান্দিপাড়া গ্রামের ইউনুচ শেখের মেয়ে। তিনি স্থানীয় একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে সালথা উপজেলার বলিভদ্রদিয়া গ্রামের শরিফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের দুই মাসের মধ্যেই দাম্পত্য কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ময়না পরমেশ্বরদী গ্রামের শামীম হোসেনকে বিয়ে করেন এবং তাদের সংসারে দুই সন্তান জন্ম নেয়। শামীমের মৃত্যু হলে তিনি কর্মজীবনে যোগ দেন।

 

গত রোববার ময়না চুয়াডাঙ্গার জামাল হোসেনকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে সাবেক স্বামী শরিফুল তাকে হুমকি দিয়ে নতুন স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেন। ময়না তাতে সম্মত না হলে, বুধবার সকালে শরিফুল ও তার লোকজন তাকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাতেই তিনি মারা যান।

 

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত শরিফুল পলাতক রয়েছে।

Keine Kommentare gefunden


News Card Generator