বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা..

ফরিদপুর ডেস্ক avatar   
ফরিদপুর ডেস্ক
মুহাম্মদ ইমরান, ফরিদপুর করেসপন্ডেন্ট

ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, বোয়ালমারী থেকে ঢাকার স্বাভাবিক বাস ভাড়া ৫০০ টাকা নির্ধারিত থাকলেও ঈদ ও তার পরবর্তী সময়ে গোল্ডেন লাইন পরিবহন যাত্রীদের নিকট থেকে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছিল। বিষয়টি যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন যাত্রী অতিরিক্ত ভাড়া সংক্রান্ত টিকিটের ছবি পোস্ট করে অভিযোগ জানালে প্রশাসনের নজরে আসে।

 

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারে অভিযান চালান ইউএনও তানভীর হাসান চৌধুরী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে দেখা যায়, নির্ধারিত ভাড়ার চার্ট কাউন্টারে প্রদর্শন করা হয়নি এবং যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে।

 

এ সময় ইউএনও পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করে বলেন, "ফরিদপুরে আপনারা একক পরিবহন লাইন হিসেবে যা খুশি তা করতে পারবেন না।" পাশাপাশি, অতিরিক্ত ভাড়া আদায়ের যৌক্তিকতা লিখিতভাবে প্রদান করার নির্দেশ দেন। অন্যথায়, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Nema komentara