close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা..

Md. Imran Molla avatar   
Md. Imran Molla
মোহাম্মাদ ইমরান, জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অমৃতনগর বটতলা বাজারে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ মে) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চতুল গ্রামের মো. জাকারিয়া মৃধা নামের এক ব্যক্তি নিজ বাড়িতে জবাই করা গরুর মাংস বাজারে বিক্রির জন্য আনলে এলাকাবাসী মাংস থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ প্রকাশ করে। তারা গরুটি মরা ছিল বলে অভিযোগ তুলে জাকারিয়াকে আটক করে রাখেন এবং পুলিশ ও প্রশাসনকে খবর দেন। তবে অভিযুক্ত কসাই বাবলু হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে পৌঁছান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিশ্চিত করেন, গরুটি মরা নয় তবে এটি গুরুতর অসুস্থ ছিল।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রির দায়ে গরুর মালিক মো. জাকারিয়া মৃধাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Geen reacties gevonden


News Card Generator