ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল হাসানের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, তার দায়িত্ব গ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকায় সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করা। প্রশাসন নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করবে এবং এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয় অত্যন্ত প্রয়োজন। মানুষের অভাব-অসুবিধা শনাক্ত করে তাদের দ্রুত সেবা প্রদানে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। কোন অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি জানান, সরকারি দপ্তরগুলোকে আরও গতিশীল, সেবামুখী ও জনগণের জন্য উন্মুক্ত করতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক ও প্রকাশক এডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক রিজাউল হক, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি লিয়াকত হোসেন লিটন, ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, ঢাকার ডাক প্রতিনিধি এম মনিরুজ্জামান, যমুনা টেলিভিশন প্রতিনিধি মহব্বত চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।
সভায় সাংবাদিকরাও নবাগত ইউএনও-কে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার বিষয়গুলি তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনও’র নেতৃত্বে উপজেলার নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।



















