close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে জামায়াতের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ..

মোহাম্মাদ ইমরান মোল্যা avatar   
মোহাম্মাদ ইমরান মোল্যা
মোহাম্মাদ ইমরান, জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে তীব্র গরমে পথচারী ও তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেছে পৌর জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগ। রবিবার (১১ মে) বিকেল ৩টায় পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।

এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, নায়েবে আমীর অধ্যাপক আবুল কাসেম মাহমুদ, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, সহকারী সেক্রেটারি নূর মোহাম্মদ এবং সমাজকল্যাণ সম্পাদক মুশফিকুর রহমান। এছাড়াও শরবত বিতরণ কার্যক্রমে অংশ নেন বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রচণ্ড গরমে এই ধরনের জনসেবামূলক উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন ব্যতিক্রমী কর্মসূচি তৃষ্ণার্ত মানুষের জন্য অনেক উপকারে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনসমূহ।

আয়োজকরা জানান, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা।

কোন মন্তব্য পাওয়া যায়নি