close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত..

মোহাম্মাদ ইমরান মোল্যা avatar   
মোহাম্মাদ ইমরান মোল্যা
মোহাম্মাদ ইমরান, ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ। তিনি বলেন, “পলাশীর প্রান্তরে যে বিশ্বাসঘাতকতা হয়েছিল, তার প্রভাব আজও জাতিকে বহন করতে হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ইতিহাস ও সচেতনতা জাগিয়ে তোলার পাশাপাশি ছাত্রসমাজকে মানবসেবায় উৎসাহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “রক্তদান বা রক্তের গ্রুপ জানার মতো মানবিক কাজগুলো একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।”

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আজম, বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন সজিব আহমেদ।

 

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীরা জানান, এটা খুবই ভালো উদ্যোগ। অনেক সময় আমরা নিজেদের ব্লাড গ্রুপ জানি না, যা জরুরি মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে। তাই প্রত্যেকের উচিত নিজ রক্তের গ্রুপ জানা এবং মানবতার সেবায় এগিয়ে আসা।

 

ক্যাম্পে শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের হাতে রিপোর্ট দেওয়া হয়। ছাত্রশিবিরের এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয়রা প্রশংসা ও উৎসাহ প্রকাশ করেন।

Ingen kommentarer fundet