ফুলগাজীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ ও রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত
ফেনী, ১০ জুলাই ২০২৫:
টানা বর্ষণ ও নদীর পানি বৃদ্ধি জনিত বন্যায় ফেনী জেলার ফুলগাজী উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগের এই ক্রান্তিকালে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন ব্যক্তিগত উদ্যোগে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি ফুলগাজীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, কলা, বিস্কুট, খেজুর, বিশুদ্ধ পানির বোতল, স্যালাইন, ওষুধ, গ্যাসলাইট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় শুকনো খাবার।
বিশেষভাবে উল্লেখযোগ্য, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জরুরি সেবা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে দুটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আক্রান্ত এলাকাগুলোতে মোতায়েন করেছেন। এতে করে সময়মতো চিকিৎসাসেবা পেতে বন্যাকবলিত মানুষ উপকৃত হচ্ছেন।
এই মানবিক কার্যক্রমে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সালাহউদ্দিন মামুন বলেন,
> "এই দুর্যোগে দল-মত নির্বিশেষে মানুষকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব মানুষের পাশে থাকতে। ছাত্রদল সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।"
সাধারণ মানুষ এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং ছাত্রদলের এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
বন্যাদুর্গতদের পাশে ফেনী ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুনের মানবিক উদ্যোগ ..


..
कोई टिप्पणी नहीं मिली