close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ১৫ জেলে নিখোঁজ, ৬ দিনেও মেলেনি খোঁজ..

MD MEHEDI MRIDHA avatar   
MD MEHEDI MRIDHA
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলার ১৫ জন জেলেসহ নিখোঁজ হয়েছে।..

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে ছয়টি ট্রলার একসঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়।এর মধ্যে পাঁচটি ট্রলার নিরাপদে ফিরে এলেও একটি ট্রলার এখনও ফেরেনি। নিখোঁজ ট্রলারটির দৈর্ঘ্য আনুমানিক ৪৫ ফুট, এতে আর্ণি (জাল টানার যন্ত্র) সংযুক্ত ছিল এবং নীল রঙের।

নিখোঁজ ১৫ জেলে হলেন— আব্দুর রশিদ, রাজিব, রাহাত, নজরুল, হাসান, সাগর, হারুন, রফিক, সাগর-২, ইদ্রিস, হাসান-২, গিয়াস, হারুন-২, কালাম ও ইব্রাহিম।

নিখোঁজ ট্রলার বা জেলেদের কোনো খোঁজ না পাওয়ায় তাদের পরিবার ও স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।অনেকে ধারণা করছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি সিগন্যাল হারিয়ে ফেলেছে বা ভুলবশত ভারতের জলসীমায় প্রবেশ করেছে।এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও উপকূলীয় বাহিনী জানায়, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

 

নিখোঁজ ট্রলার বা জেলেদের সম্পর্কে যে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

 

যোগাযোগ: ০১৫৭৭-২০৪০৬১

Tidak ada komentar yang ditemukan