সত্যজিৎ দাস:
জগৎব্যাপী এক শক্তিশালী প্রতিষ্ঠান যখন নির্ভরযোগ্য বিনিয়োগকারী পরিচয়ে একের পর এক দেশের আর্থিক প্রবাহ ও নীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে,তখন সেটা শুধু অর্থনৈতিক নয়,রাজনৈতিক প্রভাব বিস্তারেরও সূক্ষ্ম কৌশল। এমনই এক 'অদৃশ্য সাম্রাজ্য' হল BlackRock Inc. বিশ্বের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপক সংস্থা। বিশ্বজুড়ে BlackRock-এর প্রভাব আজ আর কল্পনা নয়,বাস্তব।
BlackRock মূলত বিনিয়োগ ব্যবস্থাপনার প্রতিষ্ঠান হলেও এটি পৃথিবীর বড় বড় সরকার ও কোম্পানির নীতিনির্ধারণে পরোক্ষ ভূমিকা রাখছে। তারা শুধুমাত্র শেয়ার কেনা-বেচা করে না,বরং একটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক কাঠামো নির্ধারণেও অংশ নেয়।
আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশের আর্থিক বাজারকে ‘বিনিয়োগবান্ধব’ করার ক্ষেত্রে পরোক্ষভাবে যুক্ত BlackRock। যদিও সরকারিভাবে তাদের নাম প্রকাশ্যে আসে না,বিভিন্ন বহুজাতিক পরামর্শদাতা সংস্থার (যেমন: McKinsey, Boston Consulting Group) মাধ্যমে তারা স্ট্র্যাটেজিক ইনপুট দেয়।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রভাবশালী আলোচনায় ESG ভিত্তিক ফান্ড চালুর ধারণা এসেছে,যেখানে BlackRock-এর মত আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছে। ২০২২ সালের পর থেকে বাংলাদেশে জলবায়ু প্রকল্পের জন্য বিদেশি গ্রিন ফান্ড ও ক্লাইমেট ফিনান্সে অংশগ্রহণকারীদের মধ্যে BlackRock-এর নাম উঠে আসে।
BlackRock-এর নিজস্ব রিপোর্ট ও অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী প্রতিষ্ঠানটির ৪৩টি দেশে অফিস রয়েছে,কিন্তু বাংলাদেশে নেই কোনো সরাসরি শাখা বা প্রতিনিধি কার্যালয়। তবে অনলাইন প্ল্যাটফর্ম যেমন LinkedIn-এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়,প্রায় ৩০-৩৫ জন পেশাজীবী রয়েছেন যারা ভারত,সিঙ্গাপুর, হংকং ও লন্ডন অফিস থেকে বাংলাদেশ সংক্রান্ত কাজ পরিচালনা করেন।
তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ,বাজার বিশ্লেষণ ও আন্তর্জাতিক আর্থিক প্রবণতা মনিটর করেন,মূলত BlackRock-এর Aladdin Risk System ও ESG (Environmental, Social,Governance)-ভিত্তিক বিশ্লেষণ টুল ব্যবহারের মাধ্যমে।
BlackRock Inc. একদিকে যেমন বাংলাদেশে সরাসরি কোনো অফিস স্থাপন করেনি,অন্যদিকে ভারতের প্রভাবশালী কর্পোরেট পরিবার ও শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে গড়ে তুলেছে কৌশলগত সম্পর্ক।
BlackRock পরিবেশ,সামাজিক দায়বদ্ধতা ও প্রশাসনিক মান (ESG) সূচক অনুযায়ী ভারতের আদানির কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করেছে।
১) ২০২২-২৩ সালে Adani Transmission এবং Adani Green-এর শেয়ারহোল্ডার তালিকায় BlackRock-এর নাম উঠে আসে। যদিও হিন্ডেনবার্গ রিপোর্ট পরবর্তী সময় অংশীদারিত্বে কিছু রদবদল হয়েছে।
২) টাটা গ্রুপের Tata Consultancy Services (TCS) সহ বেশ কয়েকটি টাটা প্রতিষ্ঠানে BlackRock উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ধরে রেখেছে। Tata Digital এবং Tata Motors EV প্রকল্পে BlackRock- এর তরফে সম্ভাব্য গ্লোবাল ইনভেস্টমেন্টের গুঞ্জন রয়েছে।
৩) মুখেশ আম্বানির Reliance Jio ও Retail Ventures-এ আন্তর্জাতিক ফান্ড প্রবাহে BlackRock- এর সক্রিয় ভূমিকা ছিল,বিশেষ করে Jio Platforms-এ বৈদেশিক ফান্ড ম্যানেজমেন্টে BlackRock অংশ নিয়েছে।
BlackRock “Aladdin” নামের একটি গোপন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করে যা বিশ্বব্যাপী আর্থিক গতিবিধি,রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু ঝুঁকি পর্যন্ত বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত নেয়। এই সফটওয়্যার পৃথিবীর প্রায় ১৭০টিরও বেশি ব্যাংক ও ফান্ড ব্যবস্থাপকের নিকট ব্যবহৃত হয়।
অনেকেই মনে করেন,BlackRock একটি ‘আন্তর্জাতিক গভীর রাষ্ট্র’ (Deep State)-এর অংশ। ইউরোপ ও এশিয়াজুড়ে এর প্রভাব,ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডাভোসের সঙ্গে সম্পর্ক এবং “ESG”-এর নামে অর্থনৈতিক ও রাজনৈতিক ‘soft control’- এই ধারণাকে আরও জোরালো করে। তবে তথ্যপ্রমাণ ছাড়া এটি শুধুমাত্র অনুমান বা ষড়যন্ত্রতত্ত্বের পর্যায়ে থেকে যায়।
বাংলাদেশের ঋণনির্ভরতা বাড়লে BlackRock-এর মতো সংস্থা ভবিষ্যতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ দাবি করতে পারে। আবার একইসঙ্গে তাদের মতো বিনিয়োগকারী দেশের গ্রীণ ট্রানজিশন ও অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে,যদি রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে।
এদিকে BlackRock-এর মতো একটি বিশ্ব নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ছায়া যদি বাংলাদেশের আর্থিক নীতিতে পড়ে,তবে তা কেবল অর্থনীতির নয়,সার্বভৌমত্বের প্রশ্নেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এ জন্য প্রয়োজন স্বচ্ছতা,জবাবদিহিতা এবং অর্থনৈতিক চুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রে শক্তিশালী কূটনীতি।
তথ্যসুত্রঃ
১) [BlackRock Official Website] (https://www.blackrock.com)
২) [Forbes: What Is BlackRock] (https://www.forbes.com/sites/forbesfinancecouncil/2024/04/19/what-is-blackrock-and-why-does-it-matter/)
৩) [Al Jazeera Investigates: The Global Influence of BlackRock] (https://www.aljazeera.com/economy/2023/6/8/blackrock-power-economy)
৪) World Economic Forum profile](https://www.weforum.org/organizations/blackrock)
৫) Bangladesh Climate Finance Update – UNDP Report](https://www.bd.undp.org/content/bangladesh/en/home/library/environment_energy/climate-finance-bangladesh.html)
৫) BlackRock Official Website – [www.blackrock.com](https://www.blackrock.com)
৬) Adani Group Annual Report 2023
৭) TCS & Tata Sons Shareholding Patterns (NSE/BSE)
৮) Jio Investment Reports – Bloomberg & Financial Express
৯) LinkedIn Employee Search for "BlackRock Bangladesh"