close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বড়লেখায় চুরির ঘটনায় মোটরসাইকেল সহ শরীফ গ্রেপ্তার

Satyajit Das avatar   
Satyajit Das
Sharif Ahmed, the prime suspect in a major burglary in Barlekha, was arrested with a motorcycle and cash used in the crime. Police continue efforts to catch other gang members.

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থও উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৩ জুলাই রাতের কোনো এক সময় বড়লেখা উপজেলার তেলিগুল গ্রামের শামীম আহমদ কাউছারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে নগদ টাকা,মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 

পরদিন ১৪ জুলাই ভুক্তভোগী শামীম আহমদ বড়লেখা থানায় মামলা দায়ের করলে পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে তদন্তে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা ও এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের সদস্যদের শনাক্ত করে।

 

এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চক্রের মূলহোতা শরীফ আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার থানার খসিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে।

 

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরও দুই সহযোগীর বিষয়ে তথ্য দেয়। তার দেওয়া তথ্যে একটি ইয়ামাহা মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা জানান,বাকি চোরদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Geen reacties gevonden