বড়লেখায় বিয়ে বাড়িতে ৩০ লাখ টাকার মালামাল লুট

Satyajit Das avatar   
Satyajit Das
A daring daylight robbery occurred at a house in Borolekha during a wedding reception, as robbers looted over BDT 3 million in cash, gold, and valuables while the entire family was away at a community..

সত্যজিৎ দাস:

বিয়ের আনন্দের মাঝেই নেমে এলো ভয়াবহ বিপর্যয়। বড়লেখা পৌর শহরের পাখিয়ালায় এক প্রবাসীর বৌভাতের দিন দুপুরে ফাঁকা বাড়িতে হানা দিয়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

 

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এই সাহসী ডাকাতির ঘটনা ঘটে পৌর শহরের হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের মালিক শামীম আহমদের সুরক্ষিত বাসভবনে। ঘটনার সময় পরিবারের সবাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে যান।

 

ডাকাতরা পেছনের ফটক ভেঙে বাড়িতে ঢুকে নিচতলার তিনটি ও দোতলার তিনটি রুমের আলমারি ভেঙে তছনছ করে। তারা লুট করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ মার্কিন ডলার, আনুমানিক ১৫-২০ ভরি স্বর্ণালংকার, দামি ঘড়ি ও ৫টি মোবাইল ফোন।

 

পরিবারের কয়েকজন মহিলা বেলা আড়াইটার দিকে বাড়ি ফিরে দেখতে পান ফটক ও কক্ষগুলোর তালা ভাঙা। এরপর সবাই ছুটে আসেন বাড়িতে। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির গতিবিধি আগে থেকেই পর্যবেক্ষণ করেই ডাকাতির ছক কাটা হয়েছিল।

 

বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান,“ঘটনার পরপরই পুলিশের একটি বিশেষ দল তদন্তে নেমেছে। আমরা আশাবাদী খুব দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তার করে লুট হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে।”

 

ডাকাতির ঘটনাস্থল বড়লেখা উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্স থেকে মাত্র ২-৩ শ’ মিটার দূরত্বে অবস্থিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা বড়লেখা শহরে আগে কখনো ঘটেনি বলেও জানান স্থানীয়রা।

 

উল্লেখ্য,শামীম আহমদের ভাই সেলিম আহমদ যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং ছেলে সাকিব আহমদ কানাডা প্রবাসী। বিয়ের অনুষ্ঠান শেষে রবিবার ছিল বৌভাত। আত্মীয়-স্বজনসহ সবাই কমিউনিটি সেন্টারে যাওয়ায় পুরো বাড়ি ছিল ফাঁকা।

 

ডাকাতরা শুধু একটি রুমের আলমারির তালা ভাঙতে ব্যর্থ হওয়ায় সেখানকার মূল্যবান মালামাল রক্ষা পেয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

Nessun commento trovato