সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদ,আর সঞ্চালনা করেন উত্তর শাখার সভাপতি কাউছার আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"তোমরা শুধু ভালো রেজাল্ট করলেই হবে না,আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ দেশকে আলোর পথে নিতে তোমাদেরকেই নেতৃত্ব দিতে হবে।"
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন;
সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ,
সিলেট শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রেজাউল করিম,
শিবিরের জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন,
উপজেলা জামায়াতের আমির মো. এমাদুল ইসলাম,
নায়েবে আমির ফয়সল আহমদ,
শাবিপ্রবির শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন,
সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন,
মুহাম্মাদীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ,
কৃতী শিক্ষার্থী এহতেশাম আবিদ খান ও ফারিহা আক্তার।
বক্তারা বলেন,বড়লেখার শিক্ষার্থীরা দেশ-বিদেশে আলোকবর্তিকা হয়ে উঠুক,এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষা,আদর্শ ও নেতৃত্ব এই তিন স্তম্ভে গড়ে উঠলেই একটি উন্নত জাতি তৈরি সম্ভব।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।