বক্তব্যে মাধুর্য ও দায়িত্বশীলতা বজায় রাখুন:  তারেক

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে মত-পার্থক্য ও গ্রুপিং থাকা অস্বাভাবিক নয়, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা বিএনপির নেতৃবৃন্দকে উদ্দেশ করে এক বিবৃতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সাবেক ছাত্রনেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ্ চৌধুরী।

তিনি বলেন, “আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, ভালুকায় যারা জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথাবার্তা ও আচার-আচরণে মাধুর্য থাকতে হবে। রাজনৈতিকভাবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”

তারেক রহমানের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, “মানুষের সাথে এমন ব্যবহার করো, যা দেখে মানুষ তোমার উপরে ভরসা করতে পারে। এমন ব্যবহার করো না, যা দেখে মানুষ তোমাকে ঘৃণা করে।”

তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে মত-পার্থক্য ও গ্রুপিং থাকা অস্বাভাবিক নয়, কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। ব্যক্তি বা গোষ্ঠীর সম্মানহানিকর বক্তব্য কিংবা আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের এমন বক্তব্যে আমরা বারবার অপমানিত হই।”

তারেক চৌধুরী স্মরণ করিয়ে দেন, “২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজপথে কার কী ভূমিকা ছিল, তা ভালুকা বিএনপি পরিবার অবগত।”

বার্তাটির শেষাংশে তিনি সবাইকে শুভকামনা জানিয়ে বলেন, “জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।”

এই বার্তার মধ্য দিয়ে তিনি দলীয় শৃঙ্খলা, সৌহার্দ্য এবং নেতৃত্বের নৈতিক দায়িত্ব স্মরণ করিয়ে দেন। রাজনৈতিক মতানৈক্য থাকা স্বাভাবিক, তবে তা যেন দলীয় ঐক্য নষ্ট না করে-এমনই ছিল তারেক উল্লাহ্ চৌধুরীর সুস্পষ্ট বার্তা।

Inga kommentarer hittades