close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ব্যাংকক থেকে ফিরেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir was admitted to United Hospital in Dhaka after returning from follow-up treatment in Bangkok, as he suddenly fell ill.

ব্যাংকক থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে চোখের ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি শারীরিক অস্বস্তি অনুভব করেন।

দলীয় সূত্রে জানা যায়, মির্জা ফখরুল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। দেশে ফিরেই তিনি সরাসরি গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এবং সেখানে রাত সাড়ে ১১টা পর্যন্ত দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থতা দেখা দিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। পরে রাত ১টার দিকে অধ্যাপক ডা. এন.এ.এম. মোমেনুজ্জামানের অধীনে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত ২টা ২০ মিনিটে অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছেন যে, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি ভালো আছেন। তবে চিকিৎসকের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি মহাসচিব দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন। চলতি বছরের ১৪ মে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করা হয়। এরপর গত ১৩ আগস্ট পুনরায় ফলোআপ চিকিৎসার জন্য তিনি ব্যাংকক যান। সেখানকার রুটনিন আই হসপিটালে চিকিৎসা শেষে মঙ্গলবার তিনি ঢাকায় ফেরেন।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, হঠাৎ অসুস্থতার কারণে তারা উদ্বিগ্ন হয়ে পড়লেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির খবর পেয়ে স্বস্তি ফিরে এসেছে। বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন, চিকিৎসকের পরামর্শ মেনে চললে দ্রুতই তিনি সুস্থ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।

বর্তমানে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করছেন।

No comments found