বিসিবি - বিসিসিআইয়ের কথাবার্তা চলমান : আমিনুল ইসলাম বুলবুল..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে আগামী আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে নির্ধারিত সময়ে এই সিরিজ আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।..

বিসিবির বোর্ড সভা শেষে প্রেস কনফারেন্সে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিরিজ নির্ধারিত সময়ে আয়োজন করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। নির্ধারিত সময়ে না হলে, পরবর্তী সময়সূচি অনুযায়ী সিরিজটি আয়োজন করা হবে বলেও জানান তিনি।

এদিকে ভারতীয় দলের সফরকে সামনে রেখে বিসিবি এরই মধ্যে প্রাথমিক সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারতীয় দল। এরপর ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ আগস্ট হবে দ্বিতীয় ওয়ানডে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর শুরু হবে টি-টোয়েন্টি পর্ব। ২৬ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে মিরপুরে।

বাংলাদেশের মাটিতে এটিই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। সবশেষ ম্যাচ শেষে ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল

Tidak ada komentar yang ditemukan


News Card Generator