বিশিষ্ট সাংবাদিক বাদল আহমেদ এর ইন্তেকাল
দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাদল আহমেদ আজ সকাল ০৭ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আছর গোলাপবাগ জামে মসজিদে(মিনার মসজিদ) জানাজা নামাজ শেষে গোলাপবাগ মাঠের পাশে কাজীর দরগা কবরস্থানে দাফন করা হবে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Aucun commentaire trouvé