ক্যালিফোর্নিয়ার রোজ বল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় ফরাসি ক্লাবটি। ৭৪ শতাংশ বলের দখল ও প্রতিপক্ষের গোলবারে ১৬টি শট নেওয়ার মধ্য দিয়েই স্পষ্ট হয় তাদের নিয়ন্ত্রণ। ম্যাচের ১৯তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের দারুণ এক গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনহা।
দ্বিতীয়ার্ধে আরও অসহায় হয়ে পড়ে আতলেতিকো। ম্যাচের ৭৮তম মিনিটে তাদের ডিফেন্ডার লংলেট সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৭ মিনিটে মায়ুলু এবং অতিরিক্ত সময়ের (৯৭ মিনিটে) মাথায় কাং-ইন লি স্কোরলাইন ৪-০ করেন। দারুণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরষ্কার গ্রহণ করে ভিতিনহা৷ ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামেননি ফরাসি তারকা উসমান দেম্বেলে।
পিএসজির গ্রুপে আরও রয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো এবং যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল। তবে আতলেতিকোর বিপক্ষে এই জয় পিএসজিকে গ্রুপের শীর্ষে রেখেছে একঝলকে।