অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও সাংগঠনিক সমাজসেবক বাবু রাজীব পাটোয়ারী ও রুবেল চৌধুরী। তারা তাদের বক্তব্যে বলেন, “শুদ্ধ সঙ্গীত মানুষের মনকে পবিত্র করে ও চিন্তা-চেতনাকে উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ শিমুল দাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহ-অধ্যক্ষ রিয়া দাশ, লাভলী মিত্র ও রিয়া ধর।
অনুষ্ঠানে সুরপঞ্চমের শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, তবলা ও গীটার পরিবেশনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের মোহিত করে তোলে। তাদের পরিবেশনায় ফুটে ওঠে শিল্পের নান্দনিকতা ও সুরের অপার মাধুর্য।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংগীতচর্চা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের এ ধরনের আয়োজন সকল মহলে প্রশংসিত হয়েছে।