close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিরলে ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদন্ড

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের বিরলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়া খেলার দায়ে ৫ দিনের কারাদন্ডাদেশ ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। 

 

বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। 

 

এ সময় বিরল উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী নজরুল ইসলামের কক্ষে তাস নিয়ে জুয়া খেলার সময় অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক নজরুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, পৌর বিএনপি নেতা বেনজির বাবু, সাবেক ছাত্র নেতা সাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান হামুকে আটক করে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ প্রত্যেককে ৫০ টাকা অর্থদন্ড এবং ৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন। এ সময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ আখতারুজ্জামানসহসঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

 

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator