close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বীরের জাতি — কলমে,ইমরান ফকির আমি সেই জাতির সন্তান, যে জাতি ভয় পায় না বজ্রের ধ্বনি, না শত্রুর বন্দুকের টান! আমরা মাটি কাটি, রক্ত দিই, তবু হার মানি না..

Sondhaner Quest avatar   
Sondhaner Quest
বীরের জাতি

— কলমে,ইমরান ফকির

আমি সেই জাতির সন্তান,
যে জাতি ভয় পায় না বজ্রের ধ্বনি,
না শত্রুর বন্দুকের টান!
আমরা মাটি কাটি, রক্ত দিই,
তবু হার মানি না কভু —
আমাদের ..

বীরের জাতি

— কলমে,ইমরান ফকির

আমি সেই জাতির সন্তান,
যে জাতি ভয় পায় না বজ্রের ধ্বনি,
না শত্রুর বন্দুকের টান!
আমরা মাটি কাটি, রক্ত দিই,
তবু হার মানি না কভু —
আমাদের বুকের আগুনে জ্বলে ওঠে নতুন রভু!

শৃঙ্খল ভাঙার নামই জাতি,
যে জাতির মুখে গান বাজে রাতি;
যে জাতি হাসে মৃত্যুর মুখে, বলে —
“আস দেখি কে শক্তিশালী, আমি না তুই, পাষাণ ভূলে!”

আমরা সূর্যের সন্তান,
আগুনে গড়া প্রাণ!
রক্তে লেখা ইতিহাস — বিদ্রোহের গান!
আমরা বাঙালি — বীর, দুর্জয়, জেগে আছি চিরকাল;
আমাদের হাতেই বাজে বজ্র, মুখে উচ্চারণ — “লাল!”

আমরা বলি — সত্যের জয়!
আমরা বলি — অন্যায়ের ক্ষয়!
যে জাতি ঝড়কে ভয় পায় না,
সে জাতি আগুনে ফোটায় মায়া!

বুকের ভেতর বজ্রধ্বনি,
চোখে আগুন জ্বালা —
আমরা সেই জাতি, ত্যাগে জয়ী,
পরাজয় যার জ্বালা!
আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়া,
হৃদয় পাহাড়তুল্য —
আমরা বীর, আমরা বিদ্রোহী,
আমরা জাতির মূল শক্তি অমলিন তুল্য!

نظری یافت نشد


News Card Generator