বীরের জাতি
— কলমে,ইমরান ফকির
আমি সেই জাতির সন্তান,
যে জাতি ভয় পায় না বজ্রের ধ্বনি,
না শত্রুর বন্দুকের টান!
আমরা মাটি কাটি, রক্ত দিই,
তবু হার মানি না কভু —
আমাদের বুকের আগুনে জ্বলে ওঠে নতুন রভু!
শৃঙ্খল ভাঙার নামই জাতি,
যে জাতির মুখে গান বাজে রাতি;
যে জাতি হাসে মৃত্যুর মুখে, বলে —
“আস দেখি কে শক্তিশালী, আমি না তুই, পাষাণ ভূলে!”
আমরা সূর্যের সন্তান,
আগুনে গড়া প্রাণ!
রক্তে লেখা ইতিহাস — বিদ্রোহের গান!
আমরা বাঙালি — বীর, দুর্জয়, জেগে আছি চিরকাল;
আমাদের হাতেই বাজে বজ্র, মুখে উচ্চারণ — “লাল!”
আমরা বলি — সত্যের জয়!
আমরা বলি — অন্যায়ের ক্ষয়!
যে জাতি ঝড়কে ভয় পায় না,
সে জাতি আগুনে ফোটায় মায়া!
বুকের ভেতর বজ্রধ্বনি,
চোখে আগুন জ্বালা —
আমরা সেই জাতি, ত্যাগে জয়ী,
পরাজয় যার জ্বালা!
আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়া,
হৃদয় পাহাড়তুল্য —
আমরা বীর, আমরা বিদ্রোহী,
আমরা জাতির মূল শক্তি অমলিন তুল্য!



















