বুধবার (২০ আগস্ট) সকালে কাপ্তাই পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উজান ও ভাটির এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধ ও স্পিলওয়ের ওপর চাপ কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
কয়সুল বারী আরও বলেন, “পানি ছাড়ার এই প্রক্রিয়াটি নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে, যাতে হ্রদের নিরাপত্তা এবং আশপাশের এলাকার সুরক্ষা নিশ্চিত করা যায়।”
প্রকৌশলীদের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৮ দশমিক ২৩ ফুট এমএসএল। নির্ধারিত বিপৎসীমা হলো ১০৯ ফুট এমএসএল। অর্থাৎ, মাত্র ০.৭৭ ফুট দূরেই পানি বিপৎসীমা অতিক্রম করবে।
কাপ্তাই হ্রদে পানির স্তর বাড়তে থাকায় স্থানীয়দের বন্যা পরিস্থিতির জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।