বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে বোয়ালমারীতে ছাত্রশিবিরের দোয়া মাহফিল..

মোহাম্মাদ ইমরান মোল্যা avatar   
মোহাম্মাদ ইমরান মোল্যা
আহতদের সুস্থতা কামনায় আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে আয়োজিত হয় একটি দোয়া মাহফিল। সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনায় উত্তরার মাইলস্টোন কলেজের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বোয়ালমারী ছোলনা মাদ্রাসার মসজিদ এবং পাঞ্জেরী মডেল মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন পর্যায়ের ছাত্র ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভা ছাত্রশিবির সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, এবং পৌর শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের দুর্ঘটনায় জাতি হিসেবে আমরা গভীরভাবে ব্যথিত। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Keine Kommentare gefunden