বিকল্প উপায়ে দ্রুত নিয়োগের দাবি চলমান তিন বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের......

Sahamina Akhter avatar   
Sahamina Akhter
সাহামিনা আক্তার, নিজস্ব প্রতিনিধি
বিকল্প উপায়ে দ্রুত নিয়োগের দাবি চলমান তিন বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের..

তীব্র চিকিৎসক সংকট নিরসনে প্রার্থী পুনরাবৃত্তি না করে দ্রুত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের পক্ষে ৪ দফা দাবির বাস্তবায়ন চেয়েছে পিএসসি সংস্কার আন্দোলন (চিকিৎসক পরিষদ)। 

আজ শনিবার (৩ মে) বিকেলে শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বটতলায় সংবাদ সম্মেলন করে চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবিগুলোর প্রস্তাবনা তুলে ধরেন পিএসসি সংস্কার আন্দোলন  (চিকিৎসক পরিষদ)-র সদস্যরা।

সংগঠনটির সদস্যরা চলমান ৪৪, ৪৫ ও ৪৬ তম বিসিএসে উত্তীর্ণদের থেকে বিকল্প উপায়ে দ্রুত চিকিৎসক নিয়োগ দেয়ার দাবি করেন। একইসাথে এ নিয়োগের পর স্পেশাল বিসিএসের মাধ্যমে অতিরিক্ত আরো ২ হাজার ডাক্তার নিয়োগের মাধ্যমে স্বাস্হ্যখাতের অচলাবস্থা নিরসনের দাবি করেন তারা। ৪৪-৪৬ তম বিসিএস এ বিভিন্ন ধাপে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ সম্পন্ন না করে স্পেশাল বিসিএস নেয়া হলে  একই প্রার্থীদের বারবার উত্তীর্ণ হওয়ার কারনে পরবর্তীতে একহাজার থেকে বারোশো সিট নষ্ট হবে বলে মনে করেন তারা। তাই পূর্বের চলমান বিসিএস থেকে দ্রুততম বিকল্প উপায়ে চিকিৎসক নিয়োগ করা হলে সরকার ঘোষিত সামনের স্পেশাল বিসিএস এ কোন প্রার্থীর অভারল্যাপিং হবে না ও সম্পূর্ণ নতুন ২০০০ চিকিৎসক স্বাস্হ্যখাতে যুক্ত হতে পারবেন।  তারা আরো বলেন, বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএস সার্কুলারেই ডাক্তারদের বয়সসীমা বাড়িয়ে ৩৪ বছর করতে হবে। পাশাপাশি স্পেশাল বিসিএসে ডেন্টাল সার্জনদের পর্যাপ্ত পদ সৃষ্টি করারও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৬তম বিসিএসে প্রিলিমিনারিতে উত্তীর্ণ ডা. মো. সারোয়ার হোসেন। এ সময় তিনি চারটি দাবি তুলে ধরেন। এগুলো হলো-

১. সুপারিশের জন্যে অপেক্ষমান ৪৪তম, মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৫তম এবং লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৬তম বিসিএসের চিকিৎসক প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দিতে হবে।
২. চলমান বিসিএস থেকে দ্রুততম সময়ে বিকল্প নিয়োগ সম্পন্ন করে অনতিবিলম্বে বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। সরকার ঘোষিত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে যেন কোনোভাবে ওভারল্যাপিং না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
৩. বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএসের প্রজ্ঞাপনেই চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে।
৪. বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃষ্টি করতে হবে।

Aucun commentaire trouvé