close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিজয়নগরে ছাত্রনেতাদের মধ্যে সংঘর্ষ: সামাজিক মাধ্যমে উত্তেজনা তীব্রতর..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছাত্র রাজনীতির বিরোধকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিফাত ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে ছাত্রদলের এক কর্মী মো. মানিক খন্দকারের বিরুদ্ধে। অপরদিকে..

শনিবার (১৫ জুন) রাত ১০টার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার দক্ষিণ মোড়ে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী রিফাত ও ছাত্রদল কর্মী মো. মানিক খন্দকার—উভয়ই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।

আহত ছাত্রনেতা কাজী রিফাত জানান, “বিজয়নগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণার পর আমি ফেসবুকে এক নেতাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করি। এ ঘটনায় ছাত্রদল কর্মী মো. মানিক খন্দকার লোকজন নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে ছুরিকাঘাত করে আহত করে।”

অন্যদিকে ছাত্রদল কর্মী মো. মানিক খন্দকার জানান, “পাহাড়পুর ইউনিয়নে যাদের সমন্বয়ক বলা হচ্ছে, তাদের মধ্যে কয়েকজনের আগের সময়ে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা ও মাদকের সেবনের ছবি একটি ফেক আইডি থেকে প্রকাশিত হয়। তারা সন্দেহ করে সেই ফেক আইডিটি আমি চালাই। এ সন্দেহে গতরাতে আউলিয়া বাজার দক্ষিণ মোড়ে আমার ওপরও অতর্কিত হামলা চালানো হয়।”

ঘটনার পর উভয় পক্ষই সামাজিক মাধ্যমে সরব হয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং একে অপরকে দায়ী করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “দুই পক্ষই অভিযোগ করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

コメントがありません