ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ সভা এবং ২টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোঃ শাহ আলম সভাপতি এবং কামাল আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শাহ আলম বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং কামাল আহমেদ বুধন্তী মডেল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, সহ-সভাপতি মোঃ আজিম ও মোঃ শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল আহমেদ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন রুবেল প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মোঃ মাহিদুল ইসলাম, এস এম কামরুল হাসান শান্ত, মোঃ আলী আজম ও সালমা আক্তার নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।
এসময় সর্বসম্মতিক্রমে সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ফোকাস আইডিয়াল একাডেমির পরিচালক সেলিম মৃধা কে প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে মনোনীত করা হয়।
নতুন নির্বাচিত কমিটি উপজেলা পর্যায়ে কিন্ডারগার্টেনগুলোর উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে। স্থানীয় শিক্ষাবিদ ও শিক্ষক নেতারা এই নির্বাচনের মাধ্যমে উপজেলায় কিন্ডারগার্টেনগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির আশা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামীর জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, যা কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।