close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বিজিবির অভিযানে ১.৮৯ কোটি টাকার মাল জব্দ

Satyajit Das avatar   
Satyajit Das
BGB seizes smuggled goods worth Tk 1.89 crore during anti-smuggling drives in Sylhet’s Tamabil and Bichanakandi border areas.

সত্যজিৎ দাস:

সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান রোধে সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী সংগ্রাম,তামাবিল,বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার এলাকায় একযোগে এই অভিযান চালান।

 

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইটনিং ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়। এসব চোরাচালানি পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা।

 

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের সফল অভিযান পরিচালিত হয়।”

জব্দকৃত পণ্যসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Aucun commentaire trouvé