বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক: আইনি বিধান নিয়ে হাইকোর্টের প্রশ্ন..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
হাইকোর্ট বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্মতিতে শারীরিক সম্পর্কের পর একতরফাভাবে শাস্তির বিধান কতটা সাংবিধানিক, তা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছে। সংশ্লিষ্ট আইনে পুরুষের জন্য শাস্তির বিধান থাকলেও নারীর বিষয়ে..

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক: আইনি বিধান নিয়ে হাইকোর্টের প্রশ্ন

 

বিয়ের আশ্বাস দিয়ে সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপনের পর একতরফাভাবে দায় আরোপ করে শাস্তির বিধান কতটা সংবিধানসম্মত—সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

 

আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

আদালতে রিট দায়েরকারী আইনজীবী ইশরাত হাসান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাম্প্রতিক সংশোধনীতে বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে ধর্ষণের অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে আইনটিতে নারীর ভূমিকাকে বিবেচনায় নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

 

আইনজীবীর ভাষ্যে, সম্মতির ভিত্তিতে কোনো সম্পর্ক স্থাপনের পর যদি পরে কোনো পক্ষ প্রতিশ্রুতি না মানার অভিযোগ আনে, তাহলে কেবল অপর পক্ষকে শাস্তির আওতায় আনা আইনের ন্যায়বিচার ও সাংবিধানিক সমতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে বিষয়টি নিয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator