বিএনপির রাজনীতিতে চলছে তামিম ইস্যু

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিএনপির রাজনীতিতে চলছে তোলপাড়। তবে বিএনপি কিংবা তামিমের পক্ষে কেউ তার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।..

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিএনপির রাজনীতিতে চলছে তোলপাড়। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ তামিম বক্তব্য দেওয়ার পর ডালপালা মেলতে থাকে গুঞ্জনের। কেউ কেউ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে তামিমের নির্বাচন করার কথা জানান। তবে বিএনপি কিংবা তামিমের পক্ষে কেউ তার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।

 

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যুব সমাজের প্রতিনিধি হিসেবে যোগ দেন তামিম ইকবাল। সমাবেশে যোগদানের সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিএনপির সমাবেশে ‘স্পোর্টসম্যান’ হিসেবে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তামিম ইকবাল। 

 

তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় বরং ‘স্পোর্টসম্যান’ হিসেবে তারুণ্যের সমাবেশে যোগদান করেছি।সমাবেশে আমি স্পোর্টস নিয়েই কথা বলেছি। সমাবেশেই আমি অবস্থান পরিষ্কার করেছি। এটা নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই। 

 

জানা যায়, সমাবেশে বক্তব্য দেওয়ার পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয় তামিম ইকবালকে ঘিরে।শনিবার অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যের মাধ্যমে বিএনপির রাজনীতিতে তামিমের সক্রিয় হওয়ার কথা জানান কেউ কেউ। যদিও বিএনপি কিংবা তামিম কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

Không có bình luận nào được tìm thấy