close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন যে, বিএনপি যদি দেশজুড়ে চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ না করে, তবে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ কর..

তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, বিএনপি চাইলেও এটি বন্ধ করতে পারবে না, কারণ চাঁদাবাজি বন্ধ হলে দলটির ৯০ শতাংশ নেতাকর্মী আর দল করবেন না।

শনিবার (১২ জুলাই) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুরান ঢাকায় সম্প্রতি এক ব্যবসায়ীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

তারিকুল ইসলাম বলেন, "বর্তমানে চাঁদাবাজি হচ্ছে বিএনপির একমাত্র আয়ের উৎস। অন্তর্বর্তী সরকার বিএনপির ভয়ে কাতর হয়ে আছে। এই পরিস্থিতিতে কখনোই আমরা নির্বাচন প্রত্যাশা করতে পারি না। তাই বিএনপিকে সারাদেশে তাদের সহিংসতা বন্ধ করতে হবে। তা না হলে আওয়ামী লীগের মতোই বিএনপি এবং এর অঙ্গসংগঠনকে পরিণতি ভোগ করতে হবে।"

যুবশক্তির সদস্য সচিব জাহেদুল ইসলাম জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া প্রশাসনকে স্মারকলিপি দেওয়ার কথাও তারা ভাবছেন।

এদিকে, চট্টগ্রাম ব্যুরো থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর ষোলশহরের বিপ্লবউদ্যানে বিক্ষোভ সমাবেশ করে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস)। একই সময়ে নগরীর নিউ মার্কেট এলাকায় 'চট্টগ্রামের ছাত্রসমাজ' ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপ্লব উদ্যানের সমাবেশ শেষ করে যুবশক্তি ও বাগছাসের নেতাকর্মীরা নগরীর নাসিরাবাদ সিডিএ এভিনিউ দিয়ে জিইসি মোড়ে মিছিল নিয়ে যান এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশেদ ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আবদুর রহমান প্রমুখ।

No se encontraron comentarios