আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পাওয়া ধানের শীষের প্রার্থীর বিপক্ষে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলাহানি ও রাস্তায় অবরোধসহ নানা নামধারী জনবিরোধী কর্মকাণ্ডে যুবদল নেতাকর্মীদের সম্পৃক্ত থাকার কিছু খবর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। যা সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী হিসেবে বিবেচিত।
তাই দৃঢ়ভাবে সতর্কবার্তা হিসেবে যুবদল নেতাকর্মীদের সতর্ক করা যাচ্ছে যে, সাংগঠনিক নীতি, আদর্শ এবং শৃঙ্খলা পরিপন্থী এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। বিএনপির মনোনয়ন পাওয়া ২৭৩ আসনের প্রত্যেকটি প্রার্থীর পক্ষে নিজ নিজ এলাকায় ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান সালাউদ্দিন টুকু এর নির্দেশক্রমে প্রকাশিত।
বার্তা প্রেরক:
(স্বাক্ষর)
মিনহাজুল ইসলাম চৌধুরী
সহ সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি



















