ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ময়মনসিংহ বিভাগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, শ্রমিক নেতা ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগ ও জেলা শ্রমিক দলের সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক দলের অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ আবু সাঈদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মফিদুল ইসলাম মোহন, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা। শেখ মোহাম্মদ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল। শওকত মাহমুদ শওকত, সভাপতি, শেরপুর জেলা শ্রমিক দল। দিদারুল ইসলাম দিদার, সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শ্রমিক দল।আশরাফুল ইসলাম জুন, সাধারণ সম্পাদক, শেরপুর জেলা শ্রমিক দল। জীবন কৃষ্ণ বসাক, সাধারণ সম্পাদক, জামালপুর জেলা শ্রমিক দল। তারিকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা শ্রমিক দল।আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সহ-সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল এবং সভাপতি, ভালুকা উপজেলা শ্রমিক দল।শাহ মোঃ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল এবং সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা শ্রমিক দল এছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন।
এই প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে বিএনপি নতুন করে সংগঠনকে শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায়ে দলকে পুনঃসংগঠিত করতে কাজ করছে বলে বক্তারা জানান। এ ধরনের কর্মসূচি দলের ভবিষ্যৎ আন্দোলন ও সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।