close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

বিএনপি নেতা অমিত বলেছেন 'যারা ফ্যাসিস্টদ্বারা নির্যাতনের শিকার তারা সবাই বিএনপি পরিবারের সদস্য'..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,- যারা ফ্যাসিস্টদ্বারা নির্যাতনের শিকার তারা সবাই বিএনপি পরিবারের সদস্য'..

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা সকলেই বিএনপি পরিবারের সদস্য। কারণ বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কন্ঠক এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিগত ১৭ বছর লড়াই করেছে। সেই লড়াইয়ে যারা অংশ নিয়েছেন তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব মেনেই অংশ নেন।


জাতীয়তাবাদী মহিলা দল যশোর পৌর এক নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


সদর উপজেলার উপশহর ইউনিয়ন মহিলা দল ও যশোর নগর মহিলা দলের এক নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত পৃৃথক দুটি মহিলা সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
উপশহর ইউনিয়ন বি ব্লক বাজারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। ইউনিয়ন মহিলা দল নেত্রী মিনা বেগমের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ।
অন্যদিকে, বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর মহিলা দলের এক নম্বর ওয়ার্ড সভাপতি তর্জিনা বেগম। এ সময় বক্তৃতা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা এবং নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভিন আনু।

Keine Kommentare gefunden


News Card Generator