close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা..

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।..

বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি করপোরেশনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গেজেট প্রকাশের বিষয়ে ইশরাক হোসেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করেন। ইশরাক বলেন, 'মেয়র পদে মেয়াদ কতদিন হবে তা গেজেট হওয়ার পর আইনজীবী প্যানেলের সঙ্গে বসার পর বলতে পারব।' আদালতের আদেশ অনুযায়ী রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশ করতে হবে বলে জানান তিনি। ইশরাক বলেন, 'আমি সবকিছু আইন মেনেই করেছি।' 'আইন হচ্ছে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার।' 'এটা এমন নয় যে, ওয়ান ফাইন মর্নিং কোর্ট রায় দিয়েছে।' 'আমি আগেই মামলা করেছি।' 'ওখানে মেয়র ছিলেন তাপস, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন।' গত ২৭ মার্চ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

Không có bình luận nào được tìm thấy