close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বিএনপি চেয়ারম্যানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামোর রূপরেখা নিয়ে কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য কর্মশালা অনুষ্ঠিত আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোম্পানীগঞ্জ ও বসুরহাট পৌরসভা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য “রাষ্ট্র কাঠামোর রূপরেখা” শীর্ষক কর্মশালা–২০২৫।

শুক্রবার (২০ জুন) বিকেল ৩টায় বসুরহাট পৌরসভার মিলনায়তনে এ কর্মশালার সূচনা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামোর রূপরেখা নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং নোয়াখালী-৫ আসনের নেত্রী হাসনা জসীমউদ্দীন মওদুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুল হাই সেলিম।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:......
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রফিক উল্ল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মনজুরুল হক বাবর,  মুক্তিযোদ্ধা শহীদ মিয়া, 
উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন খোকন, শ্রমিক নেতা বেলাল, মেজবা উদ্দিন পলাশ, মোহাম্মদ আলাউদ্দিন জনি, শ্যামল দাস, শ্রমিক দলের মোহাম্মদ মাসুদ, ডাক্তার জিয়াউল হক জিয়া, চর এলাহীর আব্দুল ওহাব, মানিকপুরের ইমাম হোসেন রাহাত , মুছাপুরের দেলোয়ার হোসেন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নও ওয়ার্ড  বি এন পি যুবদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কর্মশালায় বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার তাৎপর্য ও এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন,
 “এই ৩১ দফা একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক এবং জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের জন্য একটি সুদৃঢ় দিকনির্দেশনা।”

 

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, 
“মরহুম  ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করেন অনেক নেতা, কিন্তু হাসনা জসীমউদ্দীন মওদুদকে  জানানো  প্রয়োজন মনে করেননি। তিনি আরো বলেন নোয়াখালী পাঁচ আসন গড়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মত ব্যক্তি, আজকে ব্যারিস্টার মওদুদ আহমেদের  পায়ে পা রেখে যারা দাঁড়িয়ে আছেন তারা কিভাবে বিরুদ্ধাচারণ করার সাহস পায়। তারা নেতাদের কিনে নেন থাকার দিয়ে। 

এ সময় বক্তারা আরো বলেন,  আজ জীবিত  মওদুদ এর চেয়ে মৃত  মওদুদ বেশি ভয়ংকর। এ সময় বক্তাদের মাঝে আনন্দ ও ভালোবাসার প্রতিফলন ঘটে। অবহেলিত নেতাকর্মীরা পেয়েছে প্রাণের উচ্ছ্বাস। 

 

সভাপতির বক্তব্যে মোঃ আবদুল হাই সেলিম বলেন,
“আমি দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে ছিলাম। এ সময় আমি কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা জুলুমে জড়াইনি। ব্যারিস্টার মওদুদ আহমেদ আমার সততা ও নিষ্ঠার কারণে আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি কারো থেকে ঘুষ নেইনি, কাউকে ঘুষ দিইওনি।”


“অনেকে বলে, আমি কখনো মামলা বা হামলার শিকার হইনি। অথচ ২২ ডিসেম্বর ২০১৮ সালে আমার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে, যার নম্বর ২২। আমি যদি পালিয়ে থাকতাম, তাহলে আমার নামে মামলা হতো কেন? আমার প্রায় ৫০ কোটি টাকার সম্পদ জিরো পয়েন্ট এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছি।”

 

কর্মশালায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ অংশে বসুরহাট পৌর জাসাস ও কেন্দ্রীয় জাসাস–এর যৌথ পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দর্শকদের মন মাতানো নাচ ও সংগীত পরিবেশনা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃত  পরিবেশনায় ছিলেন ইথন বাবু ও তার দল। 


অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ৩১ দফা রাষ্ট্র কাঠামোর রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

No se encontraron comentarios