বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে চট্টগ্রামের আনোয়ারায় দোয়া মাহফিল করেছেন উপজেলা বিএনপি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদ ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম ইমতিয়াজ করিম পেন্টু, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, মিজান, কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম জিয়ার পাশাপাশি তাঁর প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।