বিদ্যালয়ের সম্মুখে কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

বিদ্যালয়ের সম্মুখে কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে প্রতিদিন শত শত শিশু শিক্ষার্থী হেঁটে স্কুলে আসে। একই রাস্তা ব্যবহার করে স্থানীয় হাইস্কুল, মাদ্রাসা এবং গার্লস স্কুলের শিক্ষার্থীরা। কৃষ্ণনগর ও নয়াবেকী বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীরও এই সড়কই প্রধান যাতায়াত পথ।

 

কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেইন রোডের প্রায় এক কিলোমিটার অংশ বছরের পর বছর ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে। আশেপাশের সড়কগুলো পাকা হলেও শুধু বিদ্যালয়গামী এই অংশটি আজও উন্নয়নের ছোঁয়া পায়নি।

 

শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল সম্ভব হলেও বর্ষা এলেই রাস্তাটি পরিণত হয় কাদার সমুদ্রে। হাঁটু পর্যন্ত কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিশুদের। পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও জামাকাপড় ভিজে যাওয়াই যেন প্রতিদিনের ঘটনা।

 

বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির জানান, “প্রতিদিন শিক্ষার্থীদের এই দুর্ভোগ চোখের সামনে দেখি, খুব কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই।” আরেক শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “বর্ষায় অনেক শিশু ভিজে কাদা মাখা অবস্থায় ক্লাসে আসে, এতে নানা অসুখ-বিসুখে ভোগে।”

 

প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মা জানান, “মেয়ে কাদার ভয় পেয়ে স্কুলে যেতে চায় না। কখনো কোলে, কখনো কাঁধে করে নিয়ে যেতে হয়।”

আরও অনেক অভিভাবক জানান, বর্ষাকালে এই রাস্তায় সন্তানকে স্কুলে পাঠানো মানেই দুশ্চিন্তা আর বিড়ম্বনা।

 

শুধু শিক্ষার্থীরাই নয়, কাঁচা রাস্তার কারণে স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। কৃষ্ণনগর থেকে নয়াবেকী যেতে এখন শ্যামনগর হয়ে অন্তত ৭ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ যেমন বাড়ছে, তেমনি দুর্ভোগও লাগামছাড়া।

 

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এতটুকু রাস্তা, তাও বছরের পর বছর কাঁচা পড়ে আছে। বৃষ্টি হলে বাচ্চারা ভিজে অসুস্থ হয়, খুব কষ্ট লাগে।”

 

এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের একটাই দাবি—এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকা করা হোক।

শুধু শিশু নয়, পুরো এলাকার মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পাক।

কারণ, এই কাদার ভেতর দিয়েই প্রতিদিন হেঁটে যাচ্ছে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর—আমাদের সন্তানরা।

No se encontraron comentarios