বিডিআর বিদ্রোহ মামলা: পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, বিচারিক প্রক্রিয়ায় প্রহসনের আভাস

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিডিআর বিদ্রোহ মামলায় মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছেন বিডিআর বিদ্রো
বিডিআর বিদ্রোহ মামলায় মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ, মামলাগুলোকে ঘিরে বিচারব্যবস্থায় প্রহসন চলছে এবং এ ঘটনায় বিডিআর সদস্যরা একটি পরিকল্পিত চক্রান্তের শিকার হয়েছেন। বিচারিক কার্যক্রমে শিক্ষার্থীদের প্রতিবাদ আজকের নির্ধারিত বিচার কার্যক্রম আলিয়া মাদরাসা মাঠে শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের বাধায় তা সম্ভব হয়নি। সকাল থেকেই শিক্ষার্থীরা মাদরাসার মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবিতে বকশীবাজারের আশপাশের সড়ক অবরোধ করেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং অভিযোগ তোলেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতের আঁধারে মাঠের গেটের তালা ভাঙার চেষ্টা করেছেন। ১১টার দিকে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য জজ মাদরাসা মাঠে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। দীর্ঘ অপেক্ষার পর শুধুমাত্র জজকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়, তবে বিচারিক কার্যক্রম সম্ভব না হওয়ায় পরে তিনি মাঠ ত্যাগ করেন। এর পরপরই শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। তিন দফা দাবি ও কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বক্তারা বলেন, কারাবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল এবং বিদ্রোহের ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের মতে, বিডিআর বিদ্রোহ একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। পিলখানা ট্র্যাজেডি ও বিচার প্রক্রিয়া ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের পর থেকে এ ঘটনায় অসংখ্য মামলা ও বিচার প্রক্রিয়া চললেও আজও তা শেষ হয়নি। তবে আজকের ঘটনাগুলো বিচারিক প্রক্রিয়ার অগ্রগতিতে নতুন করে প্রশ্ন তুলেছে। এই প্রেক্ষাপটে ভুক্তভোগী পরিবারগুলো সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
No comments found


News Card Generator