close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বিডি ক্লিনের দৃষ্টান্ত স্থাপন: সাতক্ষীরায় ৯ ঘণ্টায় ১৪ স্থানে পরিচ্ছন্নতা অভিযান..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত "৯ ঘণ্টায় ৯০০ স্থানে পরিচ্ছন্নতা অভিযান" কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা টিম ১৪টি স্থানে একযোগে পরিচ্ছন্নতা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত "৯ ঘণ্টায় ৯০০ স্থানে পরিচ্ছন্নতা অভিযান" কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা টিম রবিবার (২৪ আগষ্ট '২৫) সকালে ১৪টি স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

এ অভিযানে সাতক্ষীরা সদর উপজেলায় ১০টি এবং আশাশুনি উপজেলায় ৪টি স্থানে স্বেচ্ছাসেবীরা কাজ করেন। সদর উপজেলার স্থানগুলো ছিল: স্টেডিয়ামের পাশে, টাউন বাজার ব্রিজের পাশে, প্রাণশায়ের খালের পাশে, খামারবাড়ির সামনে, শহীদ মিনারের পাশে, পাবলিক লাইব্রেরির পিছনে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, মহিলা কলেজ হোস্টেলের সামনে, মহিলা কলেজের সামনে এবং শহীদ আব্দুর রাজ্জাক পার্ক।

অভিযানে নেতৃত্ব দেন ১০ জন টিম লিডার— অর্পন বসু, সালেহা জান্নাত, জামিলা উলফাতুন নেছা, তানভীর জামান নাফিজ, সিফাত, মৌরিনা, সাগর, ইয়াছিন, রিফাত ও ফাতিন। তাদের নেতৃত্বে প্রায় ১৬০ জন স্বেচ্ছাসেবী দলবদ্ধভাবে নির্ধারিত স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করেন।

 বিডি ক্লিন সাতক্ষীরা জেলা সমন্বয়ক অর্পন বসু বলেন, “বিডি ক্লিন কথার মাধ্যমে নয়, বরং কাজে প্রমাণ করে। আমরা শুধু ময়লা পরিষ্কার করি না, মানুষের নোংরা মানসিকতার পরিবর্তনেও কাজ করি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

অন্যদিকে জেলা উপ-সমন্বয়ক (আইটি এন্ড মিডিয়া) তানভীর জামান নাফিজ বলেন, “আজ বিডি ক্লিন একটি ইতিহাস তৈরি করেছে। আমাদের ৫০ হাজার স্বেচ্ছাসেবী একসাথে কাজ করছে একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে। আমরা বিশ্বাস করি, সেই রূপান্তরের দিন আর বেশি দূরে নয়।”

এই উদ্যোগ শুধু পরিবেশের প্রতি দায়িত্বশীলতার সৃষ্টি করছে না, বরং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে, যাতে তারা আরও বেশি করে পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব গ্রহণ করে।

Hiçbir yorum bulunamadı