close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বই মোড়ক উন্মোচনে স্মরণ করা হলো জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
নাসির উদ্দিন আহমেদের লেখা 'কমল থেকে স্বাধীনতার ঘোষক, পুতুল থেকে দেশ নেত্রী' বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ওপর নিবেদিত প্রাণভাবে লেখা নাসির উদ্দিন আহমেদের “কমল থেকে স্বাধীনতার ঘোষক, পুতুল থেকে দেশ নেত্রী’’ বইটির মোড়ক উন্মোচন শনিবার (৩১ মে '২৫) রাজধানীর পুরানা পল্টন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের সভাপতি এবং ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনায়েত করিম। 

এ সময় বইয়ের লেখক নাসির উদ্দিন আহমেদ, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) জেনারেল ম্যানেজার মো. শাহাজাহ, বইটির সম্পাদক সাকিব আল-হাসান (মৃদুল), প্রকৌশলী শেখ মো. মতিউর রহমান, এ্যাডভোকেট মো. মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan