ভূরুঙ্গামারীতে কল্পনা খাতুনের ঝুলন্ত মরাদেহ উদ্ধার

Md Midul Islam avatar   
Md Midul Islam
ভূরুঙ্গামারীতে কল্পনা খাতুনের ঝুলন্ত মরাদেহ উদ্ধার

মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রাম প্রতিনিধি..

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কল্পনা খাতুন (৩০) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার পাথরডুবী ইউনিয়নের উত্তর পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কল্পনা খাতুন ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বামী বাইরে গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No se encontraron comentarios


News Card Generator