close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ভূরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২টি গুরুত্বপূর্ণ পদে জনবল না থাকায় ভোগান্তিতে জনগণ, রাজস্ব হারাচ্ছে সরকার..

Md Midul Islam avatar   
Md Midul Islam
ভূরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২টি গুরুত্বপূর্ণ পদে জনবল না থাকায় ভোগান্তিতে জনগণ, রাজস্ব হারাচ্ছে সরকার

মোঃ মাইদুল ইসলাম
কুড়িগ্রাম প্রতিনিধি..

ভূরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২টি গুরুত্বপূর্ণ পদে জনবল না থাকায় ভোগান্তিতে জনগণ, রাজস্ব হারাচ্ছে সরকার।

ভূরুঙ্গামারীতে ভূমি অফিসে ৩২টি গুরত্বপূর্ণ পদ শূন্য ৪ মাস থেকে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে ৩২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। চর-ভূরুঙ্গামারী ইউনিয়নে গত চার মাস ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা না থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে।

জানা গেছে, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে মোট ৫৬টি মঞ্জুরিকৃত পদ রয়েছে। দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে কর্মরত), সার্ভেয়ার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (২ জন), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৬ জন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ৪ জন, প্রসেস সার্ভেয়ার ২ জন (এর মধ্যে ১ জন প্রেষণে কর্মরত), অফিস সহায়ক ১০ জন (এর মধ্যে ১ জন প্রেষণে কর্মরত) ও চেইনম্যান ২ জনের পদ শূন্য রয়েছে। অর্থাৎ, ইউনিয়ন ভূমি অফিসসহ ৫৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২৪ জন, বাকি ৩২টি পদ শূন্য।

উপজেলা ভূমি অফিসে মাস্টার রোলে ২ জন বহিরাগতকে নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় মাসের পর মাস ঘুরেও এলাকাবাসী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। উপজেলার ১০টি ইউনিয়নে ১০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন। এর মধ্যে চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন ভূমি অফিস গত ৪ মাস ধরে কার্যত বন্ধ রয়েছে। ফলে স্থানীয়রা খাজনা প্রদান কিংবা খারিজ সম্পন্ন করতে না পারায় জমি বিক্রির মতো জরুরি প্রয়োজনে চরম অসুবিধায় পড়ছেন।

চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের সামছুল হক ও রশিদুল ইসলাম বলেন, “জমি বিক্রি করা খুব প্রয়োজন। খারিজের জন্য তিন মাস ধরে ঘুরছি, কিন্তু তহশিলদার না থাকায় জমি খারিজ করতে পারছি না।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, “চার মাস ধরে তহশিলদার নেই। এতে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।”

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, “শূন্যপদে নিয়োগ বা পদায়নের ক্ষমতা আমার নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

 

 

Nenhum comentário encontrado


News Card Generator