ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু! 

Hady Chakder avatar   
Hady Chakder
****

টাঙ্গাইলের ভূঞাপুরে 'জামালপুর এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়ে রাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

(১৬ এপ্রিল) বুধবার বিকেলে ভূঞাপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

স্টেশন সুত্রে জানা যায়, কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে রাকিব (২৬) ভূঞাপুর রেলওয়ে স্টেশনে বিকেলে প্লাটফর্মে বসে ছিল ও ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলো। পরে জামালপুর থেকে ছেড়ে আসা 'জামালপুর এক্সপ্রেস' ট্রেনটি ভূঞাপুর স্টেশনে পৌছানোর সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপ দেয় ওই যুবক।

পরে মূহুর্তেই তার দেহ থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে ভূঞাপুর থানা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। 

ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিলো। ট্রেন আসার সাথে সাথেই ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের নিকট হস্তান্তর করবেন।

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator