ভুল স্টেশনে নেমে পড়া কিশোরী ধর্ষণকারী 'মাসুম' গ্রেফতার..

Satyajit Das avatar   
Satyajit Das
After mistakenly getting off at the wrong station, a teenage girl faced a serious criminal incident. RAB-9 later arrested the key suspect from Shayestaganj, Habiganj.

সত্যজিৎ দাস:

ভুল স্টেশনে নেমে পড়েছিল কিশোরী। সেই ভুলই ডেকে আনে ভয়াবহ ট্র্যাজেডি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে পরপর দুই দফায় ধর্ষণ করে দুর্বৃত্তরা। র‍্যাব-৯ এর অভিযানে এই ঘটনার প্রধান আসামি মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (০৬ আগষ্ট) র‍্যাব-৯ মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়,গত ৮ জুলাই রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা দেয় ভিকটিম কিশোরী। কিন্তু ভুলবশত পরদিন ভোর ৪টার দিকে সে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে নেমে পড়ে।

 

এরপরের দিন ৯ জুলাই বিকেলে অভিযুক্ত মাসুম মিয়া ও তার সহযোগীরা ওই কিশোরীকে ফুঁসলিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ববড়চর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় নিয়ে যায় এবং সেখানে বিকেল ৪টার দিকে প্রথম দফায় ধর্ষণ করে। এরপর রাত সাড়ে ৭টায় তাকে ফের নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করা হয়।

 

অচেতন অবস্থায় স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তার পরিবারের কেউ সঙ্গে না থাকায় পুলিশ বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯,শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ৫ মিনিটে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাঁও থেকে মামলার প্রধান আসামি মাসুম মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাসুম মিয়া ওই এলাকার ফেরদৌস মিয়ার ছেলে। পরে তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব জানায়,নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

कोई टिप्पणी नहीं मिली