সম্প্রতি সৌদি আরবে কফিলের নির্যাতনে মারা যাওয়া রুবেলের মরদেহ নিয়ে ঢাকা থেকে গ্রামে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন রুবেলের ভাই বাবুল এবং আত্মীয় মোহাম্মদ ওসমান গণী। একই ঘটনায় গুরুতর আহত হন বশির উদ্দিন।
দুঃখজনক ওই ঘটনায় নিহত বাবুলের এতিম শিশুদের জন্য ২০ হাজার টাকা এবং আহত বশির উদ্দিনের চিকিৎসা সহায়তায় ৫ হাজার টাকা প্রদান করেছে ভূজপুরের প্রবাসী ওলামা পরিষদ।
পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক মাওলানা শেখ নুরুল আবসার (শাহ সাহেব হুজুর)–এর নেতৃত্বে ৯ জুলাই ২০২৫ ইংরেজি এই অনুদান নিহত ও আহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও জামিয়া ইসলামিয়া ভূজপুরের সিনিয়র শিক্ষক হযরত মাওলানা এরশাদ বিন জালাল, কাজিরহাট মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শেখ ওমর ফারুক, মাওলানা হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আজগর শাহ এবং সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা তারেকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে দারিদ্র বিমোচন, অসহায় মানুষের সহায়তা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গত এক মাসে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে প্রায় ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেছে।